20/02/2021
আসসালামু আলাইকুম,
যারা ইউরোপ বা বাহিরে আছেন, পর্তুগালে আসবেন নিয়মিত হওয়ার জন্য তাদের ভবিষ্যৎতে SEF ( ইমিগ্র্যান্ট কর্তৃপক্ষ)কর্তৃক বিভিন্ন বিড়ম্বনা এড়াতে প্রথমেই সম্ভব হলে কোন উকিল অথবা পর্তুগালে অবস্থানরত পুরাতন অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে এরপর ডকুমেন্ট এর সকল কাজ আরম্ভ করা উচিত বলে বর্তমান সময়ে আমি মনে করি। কারণ বর্তমানে করোনার কারণে একদম সহজভাবে আবেদনকারীদের নিয়মিত করা হচ্ছে। তাই এখন থেকে যারা নিয়মিত হওয়ার আবেদন করছেন বা করবেন আপনাদের কমপক্ষে একবছর লাগবে। এই সময়ে এত সহজভাবে নিয়মিত হওয়ার সুযোগ না দেওয়ার সম্ভাবনা বেশী। তাই ওই একবছর বা তার পরবর্তী সময়ে SEF কর্তৃক কি কি জবাবদিহিতার সম্মুখীন হতে পারেন তা কেবল মাএ উকিল বা অভিজ্ঞরাই অনেকটা বাস্তব ধারণা দিতে পারবেন।
আর পর্তুগালে আমরা যারা আছি আমাদের উচিত আত্বীয়, বন্ধু, পরিচিত যারা পর্তুগালে নিয়মিত হতে আগ্রহী তাদের নিয়মিত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে কোন উকিল অথবা এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করে কাজ গুলো শুরু করা।
ভুলত্রুটি মাফ করবেন,
জাযাকাল্লাহ খায়ের।